সূচী ক - ঘ

 

কখন দিলে পরায়ে    (প্রেম|শাপমোচন|নবীন)
কখন যে বসন্ত গেল    (প্রেম)
কঠিন বেদনার তাপস দোঁহে    (প্রেম|শ্যামা)
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন    (বিচিত্র|অচলায়তন)
কত কাল রবে বল ভারত রে    (নাট্যগীতি|চিরকুমার সভা| প্রজাপতির নির্বন্ধ)
কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে    (নাট্যগীতি|ভগ্নহৃদয়)
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া    (প্রেম ও প্রকৃতি)
কত যে তুমি মনোহর    (প্রকৃতি)
কথা কোস্‌ নে লো রাই    (নাট্যগীতি)
কদম্বেরই কানন ঘেরি    (প্রকৃতি)
কবরীতে ফুল শুকালো    (নাট্যগীতি)
কবে তুমি আসবে বলে    (প্রেম|সুন্দর)
কমলবনের মধুপরাজি    (বিচিত্র)
কহো কহো মোরে প্রিয়ে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
কাছে আছে দেখিতে না পাও    (প্রেম|মায়ার খেলা)
কাছে ছিলে, দূরে গেলে    (প্রেম ও প্রকৃতি|মায়ার খেলা)
কাছে তার যাই যদি    (নাট্যগীতি)
কাছে থেকে দূর রচিল    (প্রেম|শাপমোচন)
কাজ নেই, কাজ নেই মা    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কাজ ভোলাবার কে গো তোরা    (নাট্যগীতি)
কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী    (বিচিত্র)
কাঁদার সময় অল্প ওরে    (প্রেম)
কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা    (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
কাননে এত ফুল     (নাট্যগীতি)
কাঁপিছে দেহলতা থরথর    (প্রকৃতি|সংগীতের মুক্তি)
কার বাঁশি নিশিভোরে     (প্রকৃতি)
কার যেন এই মনের বেদন    (প্রকৃতি)
কার হাতে এই মালা তোমার    (পূজা|অরূপরতন)
কার হাতে যে ধরা দেব প্রাণ    (নাট্যগীতি|চিরকুমার সভা| প্রজাপতির নির্বন্ধ)
কার হাতে যে ধরা দেব হায়    (প্রেম ও প্রকৃতি)
কাল সকালে উঠব মোরা    (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কালী কালী বলো রে আজ    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কালের মন্দিরা যে     (বিচিত্র)
কালো মেঘের ঘটা ঘনায় রে    (প্রেম ও প্রকৃতি)
কাহারে হেরিলাম! আহা    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
কিছুই তো হল না    (নাট্যগীতি)
কিসের ডাক তোর    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কিসের তরে অশ্রু ঝরে     (নাট্যগীতি)
কী অসীম সাহস তোর মেয়ে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কী কথা বলিস তুই    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কী করিনু হায়    (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কী করিব বলো, সখা    (নাট্যগীতি)
কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত    (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
কী করিলি মোহের ছলনে    (পূজা ও প্রার্থনা)
কী গাব আমি, কী শুনাব    (পূজা)
কী ঘোর নিশীথ    (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কী জানি কী ভেবেছ মনে    (নাট্যগীতি|চিরকুমার সভা)
কী দিব তোমায়    (পূজা ও প্রার্থনা)
কী দোষ করেছি তোমার    (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কী দোষে বাঁধিলে আমায়    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কী ধ্বনি বাজে    (প্রেম ও প্রকৃতি)
কী বলিনু আমি    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কী বলিলে, কী শুনিলাম    (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কী বেদনা মোর জানো সে কি তুমি   (প্রেম ও প্রকৃতি)
কী যে ভাবিস তুই অন্যমনে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
কী হল আমার ! বুঝি বা সখী    (প্রেম)
কুসুমে কুসুমে চরণচিহ্ন    (প্রকৃতি|সুন্দর)
কূল থেকে মোর গানের তরী    (পূজা)
কৃষ্ণকলি আমি তারেই বলি    (বিচিত্র|ক্ষণিকা-কৃষ্ণকলি)
কে আমারে যেন এনেছে ডাকিয়া    (প্রেম)
কে উঠে ডাকি    (প্রেম)
কে এল আজি এ ঘোর নিশীথে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
কে এসে যায় ফিরে ফিরে    (জাতীয় সংগীত)
কে জানিত তুমি ডাকিবে     (পূজা ও প্রার্থনা)
কে জানে কোথা সে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া) 
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই    (প্রেম|মায়ার খেলা)
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার    (নাট্যগীতি)
কে দেবে চাঁদ, তোমায় দোলা     (প্রকৃতি)
কে বলেছে তোমায়, বঁধু    (প্রেম)
কে বসিলে আজি হৃদয়াসনে    (পূজা)
কে যায় অমৃতধামযাত্রী    (পূজা)
কে যেতেছিস, আয় রে হেথা    (প্রেম ও প্রকৃতি)
কেটেছে একেলা বিরহের বেলা    (প্রেম|চিত্রাঙ্গদা)
কেন আমায় পাগল করে যাস    (প্রেম)
কেন এলি রে, ভালোবাসিলি    (গীতিনাট্য-নৃত্যনাট্য|মায়ার খেলা)
কেন গো আপন মনে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কেন গো সে মোরে যেন করে না বিশ্বাস    (প্রেম ও প্রকৃতি)
কেন চেয়ে আছ, গো মা, মুখপানে    (জাতীয় সংগীত)
কেন জাগে না, জাগে না অবশ পরান    (পূজা)
কেন ধরে রাখা, ও যে যাবে চলে    (প্রেম)
কেন নিবে গেল বাতি    (নাট্যগীতি)
কেন বাজাও কাঁকন কনকন    (প্রেম)
কেন রাজা ডাকিস কেন    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়    (পূজা)
কেন রে এতই যাবার ত্বরা    (প্রেম)
কেন রে এত ক্লান্তি আসে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
কেন রে চাস ফিরে ফিরে    (নাট্যগীতি)
কেন সারা দিন ধীরে ধীরে    (প্রেম)
কেবল থাকিস সরে সরে     (পূজা)
কেমন করে গান করো হে গুণী     (পূজা)
কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে    (পূজা)
কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে    (পূজা)
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ    (প্রেম ও প্রকৃতি)
কো তুঁহু বোলবি মোয়    (ভানুসিংহের পদাবলী)
কোথা আছ, প্রভু    (পূজা ও প্রার্থনা)
কোথা ছিলি সজনী লো    (নাট্যগীতি)
কোথা বাইরে দূরে যায় রে উড়ে    (প্রেম|অরূপরতন| শাপমোচন)
কোথা যে উধাও হল    (প্রকৃতি)
কোথা লুকাইলে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কোথা হতে বাজে প্রেমবেদনা রে    (পূজা)
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা    (নাট্যগীতি)
কোথায় জুড়াতে আছে ঠাঁই    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কোথায় তুমি, আমি কোথায়    (পূজা)
কোথায় সে উষাময়ী প্রতিমা    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা)
কোন্ অপরূপ স্বর্গের আলো    (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
কোন্‌ অযাচিত আশার আলো    (প্রেম)
কোন্‌ গহন অরণ্যে তারে    (প্রেম)
কোন্ ছলনা এ যে নিয়েছে আকার    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
কোন্‌ দেবতা সে কী পরিহাসে    (প্রেম|চিত্রাঙ্গদা)
কোন্‌ পুরাতন প্রাণের টানে    (প্রকৃতি)
কোন্‌ ভীরুকে ভয় দেখাবি    (পূজা ও প্রার্থনা)
কোন্‌ শুভখনে উদিবে নয়নে    (পূজা)
কোন্‌ সে ঝড়ের ভুল    (প্রেম)
ক্লান্ত বাঁশির শেষ রাগিণী    (প্রেম)
ক্লান্ত যখন আম্রকলির কাল    (প্রকৃতি)

ক্ষ

ক্ষণে ক্ষণে মনে মনে     (প্রেম|চিত্রাঙ্গদা)
ক্ষমা করো আমায়    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
ক্ষমা করো নাথ     (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
ক্ষমা করো প্রভু    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ক্ষমা করো মোরে তাত    (গীতিনাট্য-নৃত্যনাট্য|কালমৃগয়া)
ক্ষমা করো মোরে সখী    (নাট্যগীতি)
ক্ষমিতে পারিলাম না যে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|শ্যামা)
ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)


খরবায়ু বয় বেগে    (বিচিত্র|তাসের দেশ)
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে    (নাট্যগীতি)
খুলে দে তরণী    (প্রেম ও প্রকৃতি)
খেলা কর্ খেলা কর্    (নাট্যগীতি)
খেলার সাথি, বিদায়দ্বার খোলো    (পূজা ও প্রার্থনা)
খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর    (প্রেম|অরূপরতন)
খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে    (স্বদেশ)


গগনে গগনে ধায় হাঁকি    (বিচিত্র|তাসের দেশ)
গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে    (পূজা ও প্রার্থনা)
গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি    (প্রেম ও প্রকৃতি)
গভীর রাতে ভক্তিভরে    (পূজা ও প্রার্থনা)
গহন কুসুমকুঞ্জ-মাঝে    (ভানুসিংহের পদাবলী)
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া     (প্রকৃতি|কালমৃগয়া)
গহন ঘন বনে পিয়াল-তমাল    (প্রেম)
গহনে গহনে যা রে তোরা    (গীতিনাট্য-নৃত্যনাট্য|বাল্মীকিপ্রতিভা| কালমৃগয়া)
গহির নদীমে     (ভানুসিংহের পদাবলী)
গা সখী, গাইলি যদি    (প্রেম ও প্রকৃতি)
গাও বীণা– বীণা, গাও রে    (পূজা)
গান আমার যায় ভেসে যায়    (প্রেম)
গানের ডালি ভরে দে গো    (প্রেম)
গাব তোমার সুরে    (পূজা)
গায়ে আমার পুলক লাগে    (পূজা)
গিয়াছে সে দিন যে দিন হৃদয়    (প্রেম ও প্রকৃতি)
গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চিত্রাঙ্গদা)
গুরুপদে মন করো অর্পণ    (নাট্যগীতি)
গেল গেল নিয়ে গেল    (প্রেম ও প্রকৃতি)
গেল গো– ফিরিল না    (প্রেম)
গোপন কথাটি রবে না গোপনে    (প্রেম|তাসের দেশ)
গোলাপ ফুল ফুটিয়ে আছে    (প্রেম ও প্রকৃতি)


ঘন কালো মেঘ তার পিছনে    (গীতিনাট্য-নৃত্যনাট্য|চণ্ডালিকা)
ঘরে মুখ মলিন দেখে গলিস নে    (স্বদেশ)
ঘরেতে ভ্রমর এল গুন্‌গুনিয়ে    (প্রেম|তাসের দেশ)
ঘুমের ঘন গহন হতে    (প্রেম|চণ্ডালিকা)
ঘোরা রজনী    (পূজা ও প্রার্থনা)